চট্টগ্রাম: চট্টগ্রামসহ পাঁচ জেলায় চার দফা দাবিতে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’।

২০ জুলাই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক ও শ্রমিকরা।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পণ্যবাহী যানবাহন ও গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের সদস্যসচিব মো. হুমায়ুন কবির।

চার দফা দাবির মধ্যে-

২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন

যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা

গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করতে না দেওয়া

বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।

অন্তর্বর্তী সরকার পরিবহন সেক্টরে একেবারেই নজর দিচ্ছে না। প্রায় দ্বিগুণ আয়কর বৃদ্ধি করেছে না বুঝেশুনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *