হবিগঞ্জ: বৈষম্যবিরোধী এরা? চাঁদাবাজি করে পকেট এক একজনের মোটা। রিক্সাওয়ালা থেকে বনে যাচ্ছে কোটিপতি। পায়ে হাওয়াই চটি থেকে এখন দামি দামি জুতা! দেশের বারোটা বাজিয়েছে এরা।
এবং এখনো পাতি নেতারা চাঁদাবাজি করেই যাচ্ছে।
হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে চাঁদাবাজদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪), নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯) এবং উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ (২০)।
চাঁদাবাজদের অত্যাচারে দেশ ক্ষতিগ্রস্ত।
জানা গেছে, আল মদিনা ট্রেডার্সের মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের আটক করে যৌথবাহিনী। পরে আটক ব্যক্তিদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গোলাম আযমের দেশে এখন এগুলোই চলছে।
