কক্সবাজার: কক্সবাজারে সমুদ্রে আবারো মৃত্যুর ঘটনা।আনন্দে স্নান করতে নেমে কেএম শাদনান সাবাব রহমান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদের মধ্যে মারা যাওয়া শিক্ষার্থীর নাম সাবাব রহমান। যারা নিখোঁজ তাদের দুজন হলেন- বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু এই বিষয়ে বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে বেড়াতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে নামেন স্নান করতে।
একসময় দেখা যায় পানির স্রোতের টানে তারা ভেসে যান। আনন্দ বিষাদে পরিণত হলো মুহূর্তে।
তবে এই কক্সবাজারে পর্যটকের নিরাপত্তার দিকে কারো কোনো মনোযোগ নেই।
কক্সবাজার সমুদ্র সৈকতে যারা লাইফগার্ডের দায়িত্বে নিয়োজিত আছেন তাদের ভাষ্যমতে সাগরের পানিতে গোসল করতে নেমে যত মৃত্যুর ঘটনা ঘটে তার ৯০ শতাংশেরও বেশি ঘটনার কারণ ভাড়ায় পাওয়া টিউব বা চাকা।
পর্যটকরা টিউব নিয়ে ভাসতে ভাসতে অজান্তে চলে যায় ঝুকিপূর্ণ পয়েন্টে। তারপর একটা বড় ঢেউ এসে উল্টিয়ে দেয় টিউবকে। টিউব কোথায় যায় খোঁজ থাকে না।