নরসিংদী: বাংলাদেশে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়ক মানেই এখন মৃত্যুফাঁদ। এবার নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

যারা মারা গিয়েছেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), একই গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

জানা গিয়েছে, সোমবার তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যান।

কিন্তু দুর্ভাগ্য। বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনে থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়েই পালিয়ে যায়।

এই ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরুতরভাবে আহত হন।

তাদেরকে দ্রুত শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক সাইফুল এবং আশিককে মৃত ঘোষণা করেন। এদিকে, ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপু মারা যায়।

উল্লেখযোগ্য যে, এপ্রিল মাসে বাংলাদেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১১২৪ জন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী ও ৭৮ জন শিশু রয়েছে।

তারপর তো প্রতি মাসে দুর্ঘটনা আছেই। ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন প্রাণ হারিয়েছেন।

এত যে দুর্ঘটনা হচ্ছে, সরকার পক্ষ থেকে তেমন কিছুই পদক্ষেপ নেই। ফলে চালকরা যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি, বাইক চালাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *