সিলেট: ফের সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেন।
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।
এদিন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও অটোচালক সজল ঘোষ (৫০)।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ
জানিয়েছে, সিলেটগামী একটি পিকআপের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুইজন যাত্রী মারা যান।
চালককে গুরুতর অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।
ধারণা করা হচ্ছে, পিকআপ চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।