মেহেরপুর: বাংলাদেশ মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার, ৬ মে তারিখে রাতে ঘটনাটি ঘটে। ১০টা নাগাদ গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনায় চারজন আহত হয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে।
যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে আছেন মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন এবং তাঁর পিসি লাল বুড়ি।
ঘটনায় যারা আহত হয়েছেন তাঁরা হলেন, আলতাফ হোসেন (৪৮), স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তাঁরা প্রত্যেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখযোগ্য যে, মেহেরপুরে অসুস্থ বৃদ্ধাকে মাইক্রোবাসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।