গাইবান্ধা: মবলিঞ্চিং গাইবান্ধায়! গণপিটুনিতেই প্রাণ গেলো তিনজনের।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোর সন্দেহে স্থানীয় জনতা পিটিয়ে মারলো তিনজনকে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। তবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনো।

ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন।

ঘটনা বুঝতে পেরে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই মারা যান দুজন।

পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এরা সবাই গরুচোর বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *