চট্টগ্রাম: ফের সড়ক দুর্ঘটনা বাংলাদেশে। চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের দুই ভাই ও তাদের মামা নিহত হয়েছেন।
শুক্রবার, ২৫ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন—সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং মনির হোসেন (৪৫)।
সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে করে তিনজনই ছিটকে পড়ে যান।
আর ঠিক এই সময়েই কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।