ঢাকা: বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন মারা গিয়েছেন। এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এবং এই একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯২ জন।
প্রচুর সংখ্যক রুগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
তথ্য বলছে, চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৬৩ জনে; এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ২৪৬৭ জন।
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।