বগুড়া: পুলিশ প্রশাসন তাদের স্বতন্ত্রতা হারিয়েছে। মব হচ্ছে পুলিশ তাকিয়ে দেখে, তারপর লাশ উদ্ধার করতে যাচ্ছে ধীরে সুস্থে, আবার কোথাও নিজেরাই আক্রান্ত হচ্ছে!
বগুড়ায় চুরি মামলার এক আসামিকে ধরতে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আক্রান্ত হয়। তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন এবং কনস্টেবল সজীব হোসেন আহত হন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় ঘটনাটি ঘটে।
সামান্য চুরির মামলা হ্যান্ডেল করার ক্ষমতা হারিয়েছে তারা ।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তে জেলার চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় রনি (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
অভিযানটি পরিচালনা করেন এসআই স্বপন মিয়া। উক্ত দলে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।
ঐ রনিকে আটক করার পর কিছু মাদক ব্যবসায়ী লাঠি, রড, ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
তাদের কোপানোর চেষ্টাও করা হয়। রনি, শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) এবং রুবি বেগমকে গ্রেপ্তার করা হয়।