চট্টগ্রাম: আবারো ভবন থেকে পড়ে মারা গেলেন শ্রমিক। চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের নবম তলা থেকে পড়ে তিন শ্রমিকের প্রাণ চলে গেলো।

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে কোতোয়ালী থানা এলাকার রঙ্গম কনভেনশন সেন্টার সংলগ্ন ভবনে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শ্রমিকরা হলেন—নোয়াখালীর চরজব্বর চরফারাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান (৩৬), সুবর্ণচর এলাকার মো. সেলিমের ছেলে ফখরুল ইসলাম (৩৯) এবং চরজব্বর চরনাঙ্গালিয়া এলাকার আবুল কালামের ছেলে রাশেদ (২৭)।

একই ভবনে কাজ করছিলেন তাঁরা । ৯ তলায় একটি মাচা তৈরি করে তারা তিনজন শ্রমিক কাজ করছিলেন।

হঠাৎ মাচাটি ভেঙে গেলে তারা নিচে পড়ে যান।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে তিনজন মারা গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *