ঢাকা: ভারত শত্রু রাষ্ট্র সেখান থেকে কেন? মরিচ জঙ্গী পাকিস্থান থেকে আনা গেলো না ? সেখান থেকে কি শুধু গ্রেনেড ও জঙ্গী আসে?
দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা…! কখনো শুনিনি করাচি না ঢাকা? অথচ সেই দিল্লিকেই দরকারে লাগছে। আর পা চাটছে পাকিস্তানের!
অদ্ভুত সব মানসিকতা এই দেশটার হয়েছে। এই বলে শেখ হাসিনার সময় দেশ বিক্রি হয়ে গেলো বলে ‘গেলো’ ‘গেলো’ রব তুলছে, আর এখন যে সত্যি সত্যিই মহাজন দেশ বিক্রি করছেন তখন মুখে একটি শব্দ নেই!
রাজনৈতিক দল ও ইন্টেরিমের ভারত বিরোধিতা কেবলই ভিত্তিহীন ফাঁকা আওয়াজ। ভারতভীতির গুজব ছড়িয়ে জনসমর্থন আদায়ের নোংরা অপকৌশল, অপরাজনীতি যার সাথে বাস্তবতার নূন্যতম সম্পর্ক নাই।
এবার ভারত থেকে কাঁচা মরিচ এলো বাংলাদেশে। দেশে মরিচের দাম ৪০০ টাকা ছাড়িয়েছে কেজিতে। এই অবস্থায় কাঁচা মরিচ না আনলে উপায় থাকে না। তাই শেষমেশ ভারতের হাত পা ধরে মরিচ এলো।
কয়েক দিনের টানা বৃষ্টিতে সারাদেশে নষ্ট হচ্ছে মরিচের ক্ষেত। এতে উৎপাদন কমে বাড়ছে দাম। মরিচের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ৩০ টন কাঁচামরিচ।
শনিবার (৪ অক্টোবর) ১০টি ট্রাকে স্থলবন্দরে এসেছে ৩০ টন কাঁচামরিচ।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন পর স্থলবন্দরে ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ প্রবেশ করেছে।
লোড-আনলোড করা হচ্ছে। আশা করছি দ্রুত দেশের বিভিন্ন জেলার ছড়িয়ে যাবে। এতে স্থানীয় বাজারে দাম কমে আসবে।
