কক্সবাজার: এবার মানবপাচারের শিকার ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে।

ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়। তবে তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ডের আভিযানিক ইউনিট যৌথভাবে অভিযান চালায়।

গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। ১৮ জন নারী, ১১ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।”

জানা যাচ্ছে, পাচারকারীরা এই কয়জনকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছিলো এবং মুক্তিপণ আদায়ের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেছেন, ‘উদ্ধারকৃতদের প্রাথমিক সুরক্ষা ও জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *