ঢাকা: দেশগুলো তো এমনি এমনি বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখে ভিসা রিজেক্ট করছে না, সব মিলিয়ে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, মানবিক সব দিকে অবক্ষয়!

চুরি বাটপারি, ছিনতা, খুন ছাড়া কথাই নেই।

এবার আরো অনেক দেশের মতোই মালয়েশিয়ার ভিসাও কঠিন হয়ে যাবে বাংলাদেশিদের জন্য।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার প্রতিবেদন মতে, গত শুক্রবার (৮ আগস্ট) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪২.১০ মালয়েশিয়ান রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা) মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ করা জিনিসগুলোর মধ্যে রয়েছে সোনার তিনটি গয়না, যার মূল্য ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত, বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, যার মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত, নগদ ৫ হাজার ৪২ রিঙ্গিত এবং বাংলাদেশি নাগরিকদের কাছে থাকা পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।

গ্রেফতারদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইস্যু করা পাসের শর্ত লঙ্ঘনের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আরেকজনের বিরুদ্ধে একই আইনের ধারা ৬(১)(গ) এর অধীনে অভিযোগ আনা হয়েছে।

একেপিএস জানিয়েছে, গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *