কক্সবাজার: রামুতে মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়ুবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি রেল লাইন পার হচ্ছিল। এসময়, ঢাকামুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়।
সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ট্রেন। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এতে প্রাণ হারান চারজন।
স্থানীয়রা ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সহস্রাধিক যাত্রীসহ স্থানীয়রা ট্রেনটিকে আটকে রেখেছে। মরদেহগুলো রেললাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।