ঢাকা: সারা দেশে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রায় প্রতিটা ঘরে ডেঙ্গু রোগী, বাচ্চারা কষ্ট পাচ্ছে, ডেঙ্গু জ্বরে মারা যাচ্ছে এক এক করে বহু।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।
আজ, রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।
এর আগে, গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
তথ্য বলছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে।
