ঢাকা: আমেরিকার গোলাম ইউনূস এবং গ্যাংরা বাংলাদেশিদের রক্ষা করতে পারছেন না কেন?
বোয়িং বিমান কিনেও তো মন গলাতে পারছে না ট্রাম্পের! আমেরিকায় গুলি খেয়ে মরছে বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যে পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চারজন মারা গেছেন।
এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকালে নিউইয়র্ক সিটির মিডটাউনে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্য ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী, যাকে মেয়র অ্যাডামস ‘অফিসার ইসলাম’ নামে পরিচয় দেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ নিশ্চিত করেন, নিহত কর্মকর্তার নাম হলো দিদারুল ইসলাম।
তিনি তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন।
দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন, তার দুই সন্তান রয়েছে, এবং তাঁর স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।
হামলার পরে সন্দেহভাজন বন্দুকধারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন, এমনটাই জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে।
তার নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।
হামলাকারী কেন ভবনটিতে হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।