চট্টগ্রাম: ভাসানচর থেকে পালিয়ে আসা নারী শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার একটি বন্ধ জাহাজ কারখানার ভেতর দিয়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গাদের আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করে।
রোহিঙ্গারা জানান, ভাসানচর থেকে ৩টি ট্রলারে করে পালানোর চেষ্টা করে নারী-শিশুসহ শতাধিক রোহিঙ্গা। জানা গিয়েছে, আটক করা রোহিঙ্গারা স্থানীয়দের জানিয়েছেন, তারা চারটি ট্রলার নিয়ে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়েছিল। এই কারণে প্রতিটি ট্রলারকে ১২ হাজার টাকা করে দিতে হয়েছে। এমনটাই জানা গিয়েছে।
কয়েকজন রোহিঙ্গা বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তাতে তাদের হচ্ছে না। এ কারণে তারা রোহিঙ্গা ক্যাম্পে পালানোর চেষ্টা করি।
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা তাদের আটক করে আমাকে খবর দেয়। আমি তাদের খাওয়া-দাওয়া করাই। পরে থানায় খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, আটক ৪৫ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একটি বড় বাসে করে পুলিশের একটি টিমসহ তাদের পৌঁছে দেবে।