ভোলা: ইউনূসের মব বাহিনী একাত্তরের হানাদারের মতো নারীর ওপর হেনস্থা চালাচ্ছে। দমন কে করবে? সব জঙ্গী।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক নারীকে মব করে মাথা ন্যাড়া করে শায়েস্তা করা হয়েছে। ভিডিওটি তুমুল সমালোচনার সৃষ্টি করেছে।

ভাইরাল ভিডিওটিতে ঘটনাস্থলেই এক সাংবাদিকের উপস্থিতি দেখা গেলেও, সেখানে কোন পুলিশ দেখা যায়নি। নারী হেনস্তাকারী মব ও ট্রিমার দিয়ে যে ব্যক্তিটি নারীর চুল কেটে দিচ্ছিলো, সবাইকে ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে।

এভাবেই, ইউনূসের অবৈধ সরকারের ছত্রছায়ায় একের পর এক মব জাস্টিস বাংলাদেশকে বিচারহীন অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।

জানা গিয়েছে, ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে নারীর চুল কেটে জুতার মালা প‌রিয়ে হেনস্তা এবং পুরুষের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

ভুক্তভোগী নারী ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন। এ ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

তবে এই গ্রেপ্তারি কেবল দেখানো।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার মা‌নিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি ক‌বির হোসেন এবং স্থানীয় বা‌সিন্দা আব্দুর র‌শিদ, ইসমাইল, মেহেদি হাসান ও সিরাজ।

তবে এমন হেনস্থা রাজাকাররাও করেনি, যতটা করছে ইউনূসের পোষা জঙ্গীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *