ঢাকা: বাংলাদেশে ঘরে ঘরে জ্বর। পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দেশে। এ কারণে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতা জরুরি। কিন্তু সেই সতর্কতা, সচেতনতা কোথায়?
এডিস মশাবাহিত ভাইরাস রোগ হচ্ছে ডেঙ্গু। এটি রাতে কামড়ায় না।
রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।
এবং এই একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।