ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন।
বুধবার, ৪ জুন সকাল ৬টা ১৫ নাগাদ ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনা সম্পর্কে জানাচ্ছেন, ফরিদপুর থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় স্থানেই ৪ জন মারা যান।পরে আরো একজনের মৃত্যু হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরও একজন মারা যান।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় হলো- মিজানুর রহমান (৫০), মনির সরদার (৪০), ইব্রাহিম সরদার (৭০) ও তারা মিয়া (৫৫)।
তাঁদের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়। এমনটাই জানা গিয়েছে।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে বিগত এক দশকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। দুর্ঘটনা বাড়ছেই দিনে দিনে।
সড়কে শৃঙ্খলা ফিরানো যাচ্ছে না। ২০২৫ সালের প্রথম চার মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৭ জনের।