ঢাকা: বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে। কিন্তু প্রশাসন চিরঘুমে।
এবার রাজধানী ঢাকার আজমপুর ও জাহাঙ্গীর গেট এলাকায় শনিবার গভীর রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
পাঁচ পাঁচটি প্রাণ ঝরে গেলো চোখের নিমেষে।
জানা গিয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু হয়েছে এবং অন্যটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটেছে।
রাজলক্ষী থেকে বি এন এস এইটুকু জায়গায় এই বছর প্রায় একশোর বেশি মানুষ এক্সিডেন্ট করেছে এবং স্পট ডেট হয়েছে।
তবে প্রশাসনের কোনো হেলদোল নেই ।এটা নিয়ে তৎপর না হলে দুর্ঘটনা ঘটতেই থাকবে।
এই জায়গাটা মৃত্যু পুরী।
উত্তর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, আজমপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
অন্যদিকে, রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেটের মাঝামাঝি এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিলে দুজন আরোহী নিহত হন।