নোয়াখালী: ফের সড়ক দুর্ঘটনা। এইভাবে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কিন্তু সরকারের কোনো নজর নেই। কোনো সচেতনতা নেই।

এইবার আটটি প্রাণ চলে গেলো। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে ঘটেছে।

নিহতদের মধ্যে একজন কলেজের শিক্ষার্থী আছেন।

জানা গিয়েছে, কবিরহাট থেকে ৬ যাত্রী নিয়ে অটোটি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিলো।

কিন্তু দুর্ঘটনাটি ঘটে যায়। বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাক অটোরিকশাকে প্রবলভাবে ধাক্কা দেয়।

সবমিলিয়ে দুর্ঘটনায় ছয়জন মারা গিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *