রংপুর: এইযে বারবার রেল দুর্ঘটনা ঘটছে, বগি লাইনচ্যুত হচ্ছে, এই নিয়ে অনেক প্রশ্ন থাকলেও, এখনো কোন উত্তর নেই।

সম্প্রতি দেশে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটে গেলো, অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই , নেই কোনো বয়ান!

রেললাইন রক্ষণাবেক্ষণের অভাব, ত্রুটিপূর্ণ কোচের কারণে এইভাবে বগি লাইনচ্যুত হচ্ছে। কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের মানুষ নেই! ইউনূস আছেন কেবল ক্ষমতা নিয়ে! দেশের মানুষ জাহান্নামে যাক।

এইবার রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

এই ঘটনায় সারা দেশের সাথে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *