নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চার নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রতি বছর এখানে দুর্ঘটনা ঘটবেই। বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন কোনোদিন যায়নি বিগত এক বছরে যখন মৃত্যু ঘটেনি!
ইউনূস গদিতে বসেছেন আর মৃত্যু শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বড়াইগ্রামের শ্রীরামপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকার প্রয়াত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলী বেগম (৬০), একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী মোছা. আন্না (৬০), মোহাম্মদ মোল্লার স্ত্রী মোছা. আঞ্জুমান (৭৫), দৌলতপুরের প্রাগপুর এলাকার মো. রফেজ চৌধুরীর স্ত্রী মোছা. ইতি খাতুন (৪০), মেহেরপুরের গাংনি এলাকার মো. রুবেল হোসেন।
রুবেল মাইক্রোবাসটির চালক ছিলেন।ঘটনায় যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ভয়াবহ সংবাদে পুরো কুষ্টিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তরমুজ পাম্প এলাকায় প্রায়ই এইরকম দুর্ঘটনা ঘটে। তিন সপ্তাহ আগেও ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়।