পঞ্চগড়: জাল ডলার বিক্রি চক্রের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
পঞ্চগড়ে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ জাল ডলার বিক্রি চক্রের ছয় সদস্য সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার, ১৯ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় এবং দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
যাদের আটক করা হয়েছে তাঁরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের মোজাম্মেল হক (৫৫), শতগ্রাম গ্রামের রমেশ চন্দ্র (৩৫), সোহেল ইসলাম (৩৪), হোসেন আলী (৩৬), আনোয়ার হোসেন ডিপজল (৪২), ইয়াসিন আলী (৩২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পালসার মোটরসাইকেল, তিনটি স্মার্ট ফোন, ছয়টি সাধারণ ফোন, নেশাজাতীয় ইনজেকশন, এবং মাদকের সাথে ব্যবহার করা সামগ্রী।
৫ আগস্টের পর থেকে ছিনতাই, দাঙ্গা, জাল চক্র সবকিছুর বাড়বাড়ন্ত হয়েছে। শিক্ষাক্ষেত্র তো একেবারে শেষ।