ঢাকা: আওয়ামী লীগের আরো নেতাকর্মী গ্রেপ্তার! প্রতিদিন এইভাবে চলেছে গ্রেপ্তারি কার্যক্রম।
এদিকে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা নির্বাচন আয়োজনের পরিকল্পনা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে।
হযবরল অবস্থা দেশের। জনগণ ভুগছে আস্থাহীনতায়।
এইবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।
তালেবুর রহমান জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি।
তবে মিছিল করে গ্রেপ্তার হচ্ছে যদিও জয় বাংলা স্লোগানে এখানে ওখানে ভয়হীন মিছিল চলছেই।
এছাড়াও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর এর লকডাউন কর্মসূচি সফল করতে প্রচারণা মিছিলও অনুষ্ঠিত হয়।
