চুয়াডাঙ্গা: ঘরে চাল না থাকলেও মদ্যপান কমে না লোকের। মদ্যপান করে জীবন শেষ হয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যু ব্যক্তিরা হলেন— খেদের আলী (৪০), মোহাম্মদ সেলিম (৪০), ওরফে রিপু (৩০), মোহাম্মদ শহীদ (৪৫), মোহাম্মদ সামির (৫৫) এবং সরদার মোহাম্মদ লালটু (৫২)।
ডিঙ্গেদহ এলাকার আলিম উদ্দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গত শনি ও রবিবার রাত পর্যন্ত এইসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
অনুসন্ধানে দেখা যায়, যারা মারা গেছেন, হাসপাতাল থেকে দেয়া তাদের মৃত্যুসনদে অ্যালকোহল পয়জনিংয়ে মৃত্যু হয়েছে বলে লেখা রয়েছে।
তারা কোন জায়গা থেকে ওই বিষাক্ত দ্রব্য কিনে পান করেছিলেন তা তদন্ত করে জানার চেষ্টা চলছে।
