চট্টগ্রাম: নিরাপত্তা নেই কোথাও! ঘরে, বাইরে অসুস্থ পরিবেশ। শিশু থেকে বৃদ্ধা কোনো নারী সুরক্ষিত নয় দেশটায়। ৭০ বছরের বৃদ্ধাও ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজটা!
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৈশাচিক ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকায়।
গ্রেপ্তার যুবকের নাম মো. শওকত (২৫)। এই ধর্ষক একই এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, বৃদ্ধা একাই থাকতেন ঘরে। এই সুযোগে তাঁর বাড়িতে ঢুকে মুখে কাপড় গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ঐ নরপিশাচ। পরে ভুক্তভোগী প্রতিবেশীদের সহায়তায় থানায় অভিযোগ করেন।
ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
