ঢাকা: এত গ্রেপ্তারি, অত্যাচার তবুও ইউনূসের মন ভর্তি হয় না। চলছে এখনো।

আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয়, কিভাবে দমন-পীড়নের মধ্যেও মিছিল থেকে জনসভায় রূপান্তর ঘটাতে হয়।

দেখাই যাচ্ছে, আওয়ামী লীগ আবারও মিছিলমুখী, আবারও মাঠমুখী। দমননীতি যত বাড়বে, মিছিলও তত বড় হবে। আর একসময় এই মিছিলই রূপ নেবে জনসভায়।
আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের দল। এই ঐতিহ্য এখনো জনগণকে আকর্ষণ করে, বিশেষ করে দমন-পীড়নের পরিস্থিতিতে।

সরকারি দমননীতি, পুলিশি হয়রানি, কিংবা যৌথবাহিনীর তৎপরতা এসবই আওয়ামী লীগকে আরও ঐক্যবদ্ধ করে।

ইতিমধ্যে যদি বলি পুলিশ ও যৌথবাহিনী বুঝতে শুরু করেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাকাপ বা জনসমর্থন উপেক্ষা করা সহজ নয়, তাহলে বলাটা ভুল হবে না।

এবার তো রাজধানীতে ফের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানানো হয়নি।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *