ঢাকা: মালয়েশিয়া গিয়ে কী করলেন মহাজন? লোকদেখানো বিদেশ ভ্রমণ? এই করছি, সেই করছি?

ইউনূস ম্যাজিক তো আবার দেখা গেলো! বাংলাদেশের জনগণকে সঠিক পথে আনতে পারছেন না ইউনূস? এরা শ্রমিক বেশে গিয়ে অবৈধ কাজে জড়িয়ে পড়ছে!

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে।

তাঁরা ঢাকা থেকে ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছালেও মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (AKPS) বিমানবন্দরের প্রথম টার্মিনালে একটি অভিযান চালায়।

অভিযানে ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো দেখাতে পারেননি।

তাদের সাথে সাথে “নো টু ল্যান্ড” নোটিশ দেওয়া হয়। এর অর্থ হলো, তাঁরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এবং কারণও উল্লেখ করা হয়েছে। বোঝা যাচ্ছে, এই বাংলাদেশিরা পর্যটন ভিসায় মালয়েশিয়ায় গিয়ে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন।

এমনকি তাদের কাছে ভুয়া হোটেল বুকিংয়ের কাগজপত্র পাওয়া গেছে।

এমনকি তাদের অনেকের কাছে মালয়েশিয়া থেকে ফেরত আসার টিকিট ছিল না।

পর্যাপ্ত অর্থ ছিলো না। সব মিলিয়ে এরা অবৈধ প্রমাণিত হয়েছে।

তাছাড়াও বহু বাংলাদেশি শ্রমিকের ছদ্মবেশে আইএসের সাথে জড়িয়ে যাচ্ছে। সবদিক দেখে মালয়েশিয়া বাংলাদেশিদের উপর কড়া নজর আরোপ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *