চট্টগ্রাম: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই পার্বণগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং প্রাচীনতম লোকজ উৎসব হচ্ছে ‘নবান্ন’।
‘নবান্ন’ শব্দের অর্থ হলো ‘নতুন অন্ন’। হেমন্তকালে আমন ধান কাটার পর সেই নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় নানা রকম পিঠা-পুলি ও পায়েস। কৃষকের ঘরে ঘরে বয়ে যায় আনন্দের বন্যা।
অগ্রহায়ণ মাসের শুরুতেই কৃষকরা দলবেঁধে ধান কাটতে শুরু করেন। নতুন ধান কাঁধে করে বাড়ি নিয়ে আসার দৃশ্য বাংলার চিরচেনা রূপ। এই দৃশ্য আমাদের বাস্তবের কঠিন জগতটাকে হার মানায়।
এরপর শুরু হয় ধান মাড়াই ও ঝাড়াইয়ের কাজ।
কালের বিবর্তনে শহুরে যান্ত্রিকতার ভিড়ে নবান্নের জৌলুস কিছুটা কমলেও, একেবারে হারিয়ে যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেখা যায় কেউ ধান কাটছেন, কেউ বস্তাবন্দি করছেন।
চলতি মৌসুমের আমন ধান কাটা শুরু হওয়ায় গ্রামে গ্রামে চলছে ধান কাটা-মাড়াই উৎসব। কৃষক, কৃষানি সবাই ব্যস্ত।
আর দেখা গেছে, এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে সবার মনেই আনন্দ এখন।
