চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমস হাউসের নিচ তলার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়।

হঠাৎ দেখা যায় এসিতে ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যাচ্ছে, ধোঁয়া দেখার পরেই লং রুমে হুড়োহুড়ি পড়ে যায় আতঙ্কে এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত বেরিয়ে যান। শুল্কায়ন কার্যক্রমে কিছুসময় এই ঘটনায় নষ্ট হয়েছে‌।

তবে আগুন এখন নিয়ন্ত্রণে। শুল্কায়নসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে এই ঘটনাকে স্বাভাবিক বলা যাচ্ছে না। অনেকেই মনে করছেন এটা অভিসন্ধি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *