ঢাকা: ৫ আগস্টের পর এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী, প্রশাসন।

জুলাই আন্দোলনে বহু আসামি, জঙ্গীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে। সারা দেশটা এখন জঙ্গীদের উর্বর জমিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ৬৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

আজ, শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, অস্ত্রধারী, অস্ত্র ব্যবসায়ী, শিশু পাচারকারী, জুয়াড়ি, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, তিনটি ককটেল, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি-বিদেশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল, নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *