চট্টগ্রাম: যেখানে সেখানে মৃতদেহ পড়ে থাকছে, নদী নালা খাল বিল কোথাও বাদ নেই। এত হত্যা, মব একটারও বিচার নেই।

এবার নগরের হালিশহরে নিজ বাড়ির সামনেই খুন হয়ে গেলেন এক যুবক। প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টা নাগাদ হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এই খুনের ঘটনাটি ঘটে।

নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ দাবি করছে, শত্রুতার জেরে এই খুন হয়েছে। তবে এমন বহু দাবিই করা হয়েছে বা হচ্ছে। কখনো ইউনূসের জামাতি পুলিশ ভবের মুখে জনতাকে ফেলে চলে যাচ্ছে, পরে আসছে কেবল লাশ উদ্ধার করতে। এই তো হচ্ছে!

তবে পুলিশের দাবি ভিন্ন থাকলেও, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চাঁদা চেয়ে না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ওই যুবককে খুন করেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির অদূরে মোটরসাইকেলে আসা ৪-৫ জন সন্ত্রাসী আকবরকে হঠাৎ ঘিরে ধরে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন আকবর।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *