ঢাকা: এবি ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ হাজার ৭৫৮ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এবি ব্যাংকের পর্ষদ।
প্রতিবেদন বলছে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকের ১ হাজার ৫০২ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে।
আগের হিসাব বছরের একই সময়ে ৩ কোটি ৭৪ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল।
গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সায়।