ঢাকা: ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,দক্ষিণবঙ্গের বাম রাজনীতির ধারক ও বাহক আব্দুল খালেক লস্কর প্রয়াত হয়েছেন ।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, যশোর জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ আব্দুল খালেক লস্কর আজ ১৮ জুন ২০২৫ বুধবার বেলা ১টায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৪ বছর।

এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন, শয্যাশায়ীই ছিলেন তিনি।

যশোরের বাঘারপাড়ার উত্তর চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালেক লস্কর সংসারে চার পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন। এবং রূখে গেছেন অসংখ্য ভক্ত, গুণগ্রাহী।

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারেও ভুগছিলেন তিনি। বার্ধক্য তো ছিলোই ।

পারিবারিক সূত্রে জানা যাচ্ছে , আগামীকাল ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর জানাজা যশোর জেলার জহুরপুর ইউনিয়নের চাদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *