ঢাকা: এইবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অব্যাহতির নামে আর্থিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরক্যাড রিয়েল এস্টেট কোম্পানির সাবেক চেয়ারম্যানকে মামলার হাত থেকে রক্ষা করার আশ্বাসে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা গ্রহণ, কম দামে ফ্ল্যাট কিনে নেওয়ার কথা বলে তা এখনো নিজের নামে রেজিস্ট্রেশন না করা, সেই ফ্ল্যাটে পরিবার-পরিজন নিয়ে ভাড়া ছাড়াই জোরপূর্বক বসবাস, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

জারি হওয়া এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *