ঢাকা: এবার শকুনের নজর বসুন্ধরার দিকে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তাঁর স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ!

এই অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে তথ্যটি জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযোগে বলা হয়েছে, আহমেদ আকবর সোবহান ২৫২ কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পত্তি এবং তাঁর স্ত্রী আফরোজা বেগম ৪৫৩ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক।

এবং অভিযোগ উঠেছে তাঁরা দুইজনে মিলে সেন্ট কিটস এন্ড নেভিসে নাগরিকত্বের জন্য অর্থ পাচার করেছেন।

এছাড়াও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অবৈধ অর্থ পাচার করেছেন।

যৌথ টিম এই বিষয়ের তদন্তে কাজ করছে। টিমের নেতৃত্বে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা।

এবং অন্যান্য সদস্যদের মধ্যে আছেন- সহকারী পরিচালক মো. সাজিদ উর রোমান ও মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, সিআইডির পরিদর্শক মো. মেহেদী মাকসুদ ও মো. আনছার উজ্জামান, কাস্টমস কর্মকর্তা মেহেদী হাসান বিন আজাদ এবং কর পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *