চট্টগ্রাম: কী গৌরবের কাণ্ড ঘটছে বাংলাদেশে!? পুলিশ তো অপরাধী ধরতে পারেই না, ধরেও না, যাও দুই একটা মাদক কেসে ধরে তারাও গায়ে তেল মাখা চোর, হাত ফস্কে পালিয়ে যায়। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখে!
ইউনূস কী পুলিশ নিযুক্ত করছেন ১২০ টাকায়? যারা সামান্য এক আসামি ধরে রাখতে পারে না? অথচ এই জামাত শিবিররা গুপ্ত সংগঠনে থাকতে মানুষের রগ কাটায় ওস্তাদ থাকে? বিষয় কী মহাজন?
এবার দেখা গেলো, চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেলো।
চোর পুলিশের প্রেমে পড়েছে, নাকি পুলিশ চোরের প্রেমে পড়েছে? বাংলাদেশ হয়েছে এখন একটা রঙ্গমঞ্চ! যার নায়ক বহুজন, পরিচালক ইউনূস।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এই ঘটনাটি ঘটে।
পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। সে একই এলাকার জাফর সওদাগর বাড়ির বাসিন্দা। মাদকসহ একাধিক মামলার আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়েছিলো।
কিন্তু লুঙ্গি পরা আসামি দৌড় লাগায়। পুলিশ তাকিয়ে থাকে অবাক হয়ে। ঐ আসামিকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিদকে ধরে নিয়ে যায় পুলিশ।