ঢাকা: বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান অসুস্থ। চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ।
শুক্রবার (৬ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা জাহিদ হাসানকে।
জানা যায়, আচমকাই ঠাণ্ডা লেগে জ্বর আসে তাঁর। এরপরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে তিনি এখন আগের চাইতে অনেকটাই ভালো আছেন। তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
জাহিদ হাসান বলেন, “ঈদের দুই দিন আগে থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। ডেঙ্গু ও কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।”
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জাহিদের অভিনীত নতুন সিনেমা ‘উৎসব’, পরিচালনায় তানিম নূর।