লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা শ্রমিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন।
যদিও সরকারি জমি দখল করে সারা দেশে মসজিদ, কার্যালয় এইভাবে আরো গড়ে উঠেছে। সেদিকগুলোতে নজর না দিলে তো কার্যকর হচ্ছে না কিছুই। আইন সবার জন্যেই সমান হওয়া উচিৎ।
মাঝেমাঝেই দেখা যাচ্ছে, কিছু বানানোর নাম করে মন্দির ভেঙে ফেলছে প্রশাসন, অথচ মসজিদ বহাল তবিয়তে। ইউনূস তো সাম্যের গান গেয়ে গদিতে বসেছিলেন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
তবে এই বিষয়ে কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাসান রুমেল বলছেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপরই আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হলো, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সরকারি জমিতে অবৈধভাবে অফিস করাও গ্রহণযোগ্য নয়, তা এতবড় দলের বোঝা উচিৎ।