ঢাকা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, ইউনূস আয়েসে বসে থাকেন।

এবার ঢাকার সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে দুটি কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলনের জেরে ভর্তি বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ১৪ দিন ধরে আন্দোলন করছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।

জানা যাচ্ছে, প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে রাজধানীর মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে দুই বিভাগে ২৫ করে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।

১৩ জুলাই ২০২৪-২৫ সেশনে ৩৬তম ব্যাচের নতুন শিক্ষার্থী ভর্তির শেষ দিন ছিল।

তবে পরিস্থিতি মন্দের জন্য শিক্ষার্থী ভর্তি নিতে পারেনি কলেজ প্রশাসন।

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন চলছে। গত ১ জুলাই আন্দোলন শুরু করেন কলেজের শিক্ষার্থীরা।

হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়।ক্লাস-পরীক্ষা বর্জন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরও ঘেরাও করেন তারা। ষ

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তারা নড়বেন না । আরো কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *