ঢাকা: বাংলাদেশকে চারদিক থেকেই ঘিরে ধরেছে করাল গ্রাস। অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক কোনোদিকে অবস্থা ভালো নয় দেশের।
একটা সাজানো গোছানো দেশক উলট পালট করে দিয়েছে ইউনূস।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের উন্নয়ন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সদ্য সমাপ্ত এই অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা ১৯৭৬-৭৭ অর্থবছরের পর থেকে সবচেয়ে কম অগ্রগতি। ভাবা যায়?
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, সংশোধিত বরাদ্দের ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় এবং বিভাগগুলো মাত্র ১ লাখ ৫৩ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয় করেছে।
জুলাই ষড়যন্ত্র শেষ করেছে গোটা দেশকে। তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা।
বাস্তবায়নের চূড়ান্ত হার অর্থনীতিবিদদের খুবই অবাক করেছে।
‘নিঃসন্দেহে এটি হতাশাজনক,’ বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান।
‘অর্থবছরের প্রথমার্ধে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যা বাস্তবায়নকে প্রভাবিত করেছে।’