চট্টগ্রাম: ভেজাল, চুরি, বাটপারি, ছিনতাই, খুন এমন দিন বাদ নাই যে হচ্ছে না!
ওষুধেও ভেজাল দেয়, বিমানের চাকা চুরি হয়ে যায়! কোন অবস্থায় চলে গিয়েছে বাংলাদেশ!
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে পুলিশের অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে চক্রের লোকজন গ্রেপ্তার করে কোনো লাভের লাভ কিছুই হবে না। মূল কাণ্ডারিকে গ্রেপ্তার করা না গেলে। আর রাষ্ট্রের প্রশ্রয় থাকলে তো কথাই নেই।
পুলিশ জানায়, এসআই নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আমীর হোসেন (২২), কফিল উদ্দিন (২০) কে গ্রেপ্তার করে।
অভিযানে তিন ধরনের ভেজাল পণ্য উদ্ধার করা হয়—৪৫০ কৌটা কথিত যৌন উত্তেজক ক্যাপসুল (বাজারমূল্য ৮ লাখ ৯৫ হাজার টাকা), ১২০০ প্যাকেট সেক্স পাউডার (বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৪৮ হাজার টাকা), ৬০০ প্যাকেট নীল রঙের পাউডার (বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা), সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
জানা যাচ্ছে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মূলত ছাত্রাবাস, ভাড়া বাড়িগুলোতে অবৈধ ওষুধের গুদাম তৈরি করা হচ্ছে। এ ধরনের ভেজাল যৌন উত্তেজক ওষুধ মূলত ঢাকা ও সীমান্তবর্তী অঞ্চল থেকে চোরাপথে আনা হয়।
এইভাবে ওষুধগুলো এনে পাইকারি দামে বিক্রি করে চোরা কারবারিরা।