ঢাকা: করোনায় একবার ভুক্তভোগী গোটা বিশ্ব। করোনার সাবধানতা সকলেই জানেন প্রায়।
এবার একটু করোনার প্রভাব দেখা যাচ্ছে ভারতসহ কয়েকটি দেশে।
করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব দেশে খুব জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জনগণকে সাবধান করার জন্যেই এই বার্তা।
পাশের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট , বিশেষ করে অমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বাড়ছে।
করোনা সংক্রমণ যাতে আবার না ছড়ায় তার জন্য দেশের সমস্ত স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং আর নজরদারি বাড়ানো হবে।
এদিন, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে গুরুত্বপূর্ণ এই নির্দেশনাগুলো দেওয়া হয়।
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহঃ
★ বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)।
★ নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
★ আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে
★ অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
★ হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।