ঢাকা: খালেদা জিয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে দেশজুড়ে। এখন দেশের জনগণ সন্দেহ করতে শুরু করেছে বিষয়টি নিয়ে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যু সংবাদকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে।

বলা হচ্ছে এটাও মেটিকুলাস ডিজাইন। ১৬ই ডিসেম্বরকে শোক দিবস বানাতেই নাকি মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আটকে রাখা হয়েছে।

এই দাবিটি উঠছে। এই দাবি নিছক গুজব নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

খালেদা জিয়াকে লণ্ডন নিয়ে যাওয়া হবে হবে শুধু বলা হচ্ছে, হাজার তাল বাহানা চলছে এই নিয়ে।

এখনো এয়ার অ্যাম্বুলেন্স আসেনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স।

বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেই ভাবে তারা এখন প্রস্তুত রয়েছে।’

‘এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমেন্ট করেছে।’

বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স … এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের এরেঞ্জমেন্টটা করে দিচ্ছে।’

‘অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *