হবিগঞ্জ: বিচারের নামে সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চলছে দমন-পীড়ন, নির্যাতন ও অন্যায় আটক।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক নেতা-কর্মী বিনা বিচারে মাসের পর মাস কারাবন্দি থাকছেন। এই দেশ, এই সরকার কার স্বার্থে কাজ করছে?

এবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান তফছির মিয়াকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

যাকে পাচ্ছে তাঁকেই গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক এখন গোটা বাংলাদেশটা।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শিবপাশা সবুজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

তফছির মিয়ার নামে নাকি হত্যা মামলা রয়েছে! প্রত্যেক আওয়ামী লীগের নামেই একটা একটা ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে এই অবৈধ সরকার।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *