ঢাকা: টানা খুন হচ্ছে হিন্দুরা দেশে। জঙ্গী ইউনূস দেশের মানুষ নিয়ে রক্তের হোলি খেলছেন।

এবার মুদিখানার দোকানের মালিক শরৎ মণি চক্রবর্তীকে খুন করা হল। এই নিয়ে গত ১৮ দিনে ছয় জন সংখ্যালঘু হিন্দু খুন হলেন বাংলাদেশে।

একে একে হিন্দুশূন্য হয়ে যাচ্ছে দেশ। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তবে প্রশ্ন থাকলেও নড়চড় নেই জঙ্গী সরকারের।

এই যে হিন্দু হত্যা হচ্ছে দেশে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এবারের ঘটনা সামনে এসেছে নরসিংদীর জেলার চরসিন্দুর বাজার থেকে। সাধারণ একটি মুদিখানার দোকান চালাতেন শরৎ। সোমবার রাতে চরসিন্দুর বাজারেই তাঁর উপর হামলা হয়।

স্থানীয়দের দাবি অনুযায়ী, ধারাল অস্ত্র নিয়ে কয়েকজন হামলা চালায় তাঁর ওপর। এতে গুরুতর আহত হন শরৎ। আহত শরৎকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালে ভর্তি করার কিছু ক্ষণের মধ্যেই মারা যান শরৎ।

শরতের স্ত্রী অন্তরা মুখোপাধ্যায়, তিনি গৃহবধূ। তাঁদের ছেলে অভীক চক্রবর্তী, বয়স ১২ বছর।

সমাজকর্মী বাপ্পাদিত্য বসু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, “বাংলাদেশে এক হিন্দুর রক্ত শুকনোর আগেই আর এক হিন্দুকে খুন করা হচ্ছে। রাণার মৃত্যুর রেশ কাটার আগেই শরৎকে খুন করা হস। এভাবে চললে, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্বই থাকবে না।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *