ঢাকা: মুহাম্মদ ইউনূস সরকারের আমলে ষড়যন্ত্রমূলক দোষী সাব্যস্ত করা হচ্ছে এক একজনকে। মামলা দেয়া থেকে শুরু করে কারাগারে নিক্ষেপ সমস্ত চলছে।
বাংলাদেশে এবার সামরিক বাহিনীর সাবেক ১০ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ।
সামরিক বাহিনীর প্রায় ১০ জন সাবেক উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এমনটাই বলা হচ্ছে।
বলা হচ্ছে এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের অর্থপাচারের অভিযোগ রয়েছে।
ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। অনেকের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অভিযুক্তের তালিকায় কারা কারা রয়েছেন?
১. জেনারেল (অব.) আজিজ আহমেদ – সাবেক সেনাপ্রধান
তাঁর বিরুদ্ধে অভিযোগ: ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন, হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অর্থপাচার।
২. এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান – সাবেক বিমানবাহিনী প্রধান
৩. মেজর জেনারেল টি এম জোবায়ের – সাবেক এনএসআই মহাপরিচালক
৪. মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান – সাবেক রাজউক চেয়ারম্যান
৫. মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী – সাবেক সামরিক সচিব
৬. মেজর জেনারেল (অব.) হামিদুল হক – সাবেক ডিজিএফআই প্রধান
৭. লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান – সাবেক এসএসএফ ডিজি
৮. লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী – সাবেক এমপি
৯. মেজর জেনারেল জিয়াউল আহসান – এনটিএমসির সাবেক মহাপরিচালক
নয় জনের নাম জানতে পারা গেছে।